Signed in as:
filler@godaddy.com
Signed in as:
filler@godaddy.com
সিংহবাহিনী অসুরদলনী আসছেন ক্ষোভের আগুনে জ্বলে ওঠা নারীশক্তির প্রতিভূ হয়ে।
GMBHCA তাদের পূজোর সমস্ত সাংস্কৃতিক আয়োজন দূরে রেখে বেছে নিয়েছে কেবল মহিষাসুরমর্দিনী কে, 5th October, 3:30 PM, স্থান: গান্ধীহল ( Gandhihall )
ভারতবর্ষে এতবড় প্রতিবাদ আমরা কোনওদিন দেখিনি। আমাদের পূর্বপুরুষ দেখেছেন? অভয়ার জাস্টিসের সাথে প্রতিবাদের এই লেলিহান শিখায় পুড়ে বিশুদ্ধ হোক বাংলার পচা গলা সমাজ ব্যাবস্থা। যুগে যুগে বিদ্রোহ ঠিক যেখানে শুরু হয় সেভাবেই জন্ম নিয়েছে আজকের এই বিপুল দ্রোহ। এ সহজে থেমে যাবেনা। অভয়ার বিচারের সাথে সাথে একটা সুন্দর আগাগোড়া সুস্থ, বদলে যাওয়া এক সমাজকে আমরা পাব এই বিশ্বাসে লক্ষ লক্ষ মুষ্টিবদ্ধ হাত আকাশে দৃপ্ত শিখার মত জেগে আছে, থাকবে।
শিশিরে শিশিরে বিলেতের শারদ-প্রাতে ভোরের আগমনী সুর বেজে উঠেছে। কিসে আসছেন মা এই বছর? নৌকোয়, নাকি গজে আগমন? নাকি দোলায়?
উৎসবে মন নেই তবু কল্পনার চোখে দেখি এবার মায়ের যাত্রা এবং আগমন সেই মুষ্ঠিবদ্ধ হাতের মিছিলে চড়ে।
Dear all members,
GMBHCA proudly presents Mahalaya once again in Gandhi hall on Saturday, 5th October at 4 pm.
Please join us and help to make the occasion successful. Thank you.
Bengali New Year event April 2024